রাসুল (সা.) এ ধরাপৃষ্ঠে কোন দিন আগমন করেছেন, ইতিহাসবেত্তাদের মাঝে এ নিয়ে বিস্তর মতপার্থক্য রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, রবিউল আউয়ালের সেই দিন মানব ইতিহাসের শ্রেষ্ঠতম দিন। এদিন এমন এক মহামানবের শুভাগমন ঘটেছে এই ধরিত্রীতে, যার চেয়ে শ্রেষ্ঠ আর কারো আবির্ভাব ঘটেনি। যার দ্যুতির দীপ্তিতে তৎকালীন জগৎ যেমন আলোক-উদ্ভাসিত হয়েছিল, তেমনি আজ সুদীর্ঘ ১৪০০ বছর পরেও তা সমানভাবে কার্যকর।
মহামানবের জন্মদিন মানব ইতিহাসের শ্রেষ্ঠতম দিন
হাফেজ রিদওয়ানুল কাদির উখিয়াভী
