প্রতিষ্ঠান বা ব্যবসার মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য যেন লোগো ও স্টিকারে প্রতিফলিত হয় সেদিকে নজর রাখতে হবে। ছবি আঁকা, ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজের প্রতি যাঁদের আগ্রহ আছে বা সময় পেলেই নকশা করতে পছন্দ করেন-স্টিকার ডিজাইনের ক্ষেত্রে তাঁরা বেশ ভালো করতে পারবেন।
বুক রাইটিং
বইপ্রেমী ও লেখালেখির প্রতি আগ্রহী ব্যক্তিরা বুক রাইটিংকে ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বেছে নিতে পারেন। নির্দিষ্ট বিষয়ের ওপর গল্প লেখা, গল্প, কবিতা বা গ্রন্থের সারাংশ তৈরি করে দেওয়া, বইয়ে বানান, ব্যাকরণগত ভুল বা বাক্য সংশোধনও হতে পারে কাজ। অনলাইন মার্কেটপ্লেসে থ্রিলার লেখকদের বেশ চাহিদা রয়েছে।
কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেস্টিং
ওয়েবসাইটের কোয়ালিটি, সফটওয়্যার বা মোবাইল অ্যাপের কোডিং, ইউজার ইন্টারফেস ডিজাইন যাচাই, ভিডিও রেজুলেশন, অডিও কোয়ালিটি যাচাইয়ের কাজ করা যেতে পারে। গ্রাফিক ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং বা অন্য কোনো ক্ষেত্রে ত্রুটি খুঁজে বের করার দক্ষতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা সংগ্রহ ও গবেষণায় আগ্রহ থাকলে কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেস্টিংয়ের কাজ করতে পারেন।
ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইসিস
সংগৃহীত অগোছালো তথ্যকে প্রয়োজন অনুযায়ী সাজানো, তথ্যভাণ্ডার থেকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজে বের করা, মার্কেট রিসার্চ, ইন্টারনেট থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা এবং তা প্রোগ্রামিং, পরিসংখ্যান বা গাণিতিক উপায়ে সহজভাবে সাজানোর কাজ করা যেতে পারে।
ট্রাভেল রাইটিং
ভ্রমণপিপাসুদের জন্য ট্রাভেল রাইটিং অনেকের কাছেই পছন্দের কাজ হতে পারে। ঐতিহ্যবাহী স্থান, খাবার, ভ্রমণ টিপস, থাকা-খাওয়াসহ যাতায়াতের তথ্য থাকে এ ধরনের লেখায়। ট্রাভেল এজেন্সি, হোটেল, ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইট, ব্রশিউর তৈরির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে ট্রাভেল রাইটিংয়ের বিজ্ঞাপন দেয় অনলাইন মার্কেটপ্লেসে। ইন্টারনেট থেকে নির্দিষ্ট স্থানের বিভিন্ন তথ্য সংগ্রহ করে লেখার কাজও পাওয়া যায়। লেখার জন্য অবশ্যই ইংরেজিতে দক্ষতা ও আকর্ষণীয়ভাবে কোনো বিষয়কে তুলে ধরার গুণ থাকতে হবে।
মেডিক্যাল ট্রান্সলেশন
চিকিৎসা, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল তৈরি, ওষুধের গুণাগুণ, পার্শ্বপ্রতিক্রিয়া এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে লিখেও আয় করতে পারেন। চিকিৎসক, ফার্মাসিস্ট বা সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত, ইন্টারনেটে অনুসন্ধানে দক্ষ এবং বিভিন্ন ভাষায় পারদর্শী ব্যক্তিরা এ কাজ পেতে পারেন।
আরো অনেক সুযোগ
ক্রিয়েটিভ ডিজাইন, রাইটিং, ওয়েব, মোবাইল ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, কাস্টমার সাপোর্ট, সেলস অ্যান্ড মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব হোস্টিং, প্লাগিন, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি কাজ করা যায়।
লেখালেখির প্রতি ঝোঁক, ইংরেজিতে দক্ষতা থাকলে আর্টিকেল রাইটিং, ওয়েবসাইট ও ব্লগ কনটেন্ট তৈরি, কপি রাইটিং, বুক, ই-বুক রাইটিং ইত্যাদি কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন ভাষায় দক্ষতা থাকলে করতে পারেন ট্রান্সলেটরের কাজ।
ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, বুককিপিং, টেকনিক্যাল সাপোর্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস কনসাল্টিং, পরিসংখ্যান বিশ্লেষণ ইত্যাদি কাজও করা সম্ভব। ইংরেজিতে দক্ষতা থাকলে কল সেন্টার, কাস্টমার সার্ভিস, অর্ডার এন্ট্রি ও প্রসেসিংয়ের কাজ করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং, পাবলিক রিলেশনস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেট রিসার্চ, সার্ভে ইত্যাদি কাজের সুযোগ রয়েছে।
গ্রাফিক ডিজাইন, ই-বুক ডিজাইন, ইলাস্ট্রেশন, টিশার্ট, ট্যাটু ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন, অটোক্যাড, অডিও ভিজ্যুয়াল ইফেক্ট, সাউন্ড ডিজাইন, ভিডিও মেকিং, ফ্যাশন ডিজাইন, অ্যানিমেশন, ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ডিজাইন ইত্যাদি কাজেরও সুযোগ আছে অনলাইন মার্কেটপ্লেসে।
দূরত্ব কোনো বাধা নয়
নিজের সুবিধামতো সময়ে পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কাজ বেছে নেওয়ার সুযোগ মেলে অনলাইন মার্কেটপ্লেসে। শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা কিংবা বয়সের সীমাবদ্ধতা না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, বেকারসহ যে কেউ ফ্রিল্যান্সিং করতে পারেন। একজন ফ্রিল্যান্সার বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের জন্য কাজ করতে পারেন। কাজও করা যাবে বিশ্বের যেকোনো স্থানে বসে। একটি নির্দিষ্ট কাজ করতেই হবে এমন নিয়ম ফ্রিল্যান্সারদের জন্য প্রযোজ্য নয়। তবে যে কাজের জন্য তিনি চুক্তিবদ্ধ হবেন, ক্লায়েন্ট বা বায়ারকে অবশ্যই সময়মতো সঠিকভাবে কাজ বুঝিয়ে দিতে হবে। প্রশিক্ষণ নিয়ে অবসর সময়ে ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হতে পারেন আপনিও। এটি অনেকের জন্যই হতে পারে বাড়তি আয়ের উৎস। ঘরে বসে কাজের সুযোগ থাকায় নারীরাও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারেন।
কাজ যেখানে
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান বা ব্যক্তি তাঁদের চাহিদা অনুযায়ী ওয়েবসাইটে কাজের বিজ্ঞাপন দেন। যেসব ওয়েবসাইটে ফ্রিল্যান্স কাজের বিজ্ঞাপন দেওয়া হয় তা অনলাইন মার্কেটপ্লেস নামে পরিচিত। অনলাইন মার্কেটপ্লেসে কাজের ধরন, সময়, বাজেটসহ বিজ্ঞাপন দেওয়া হয়।
ফ্রিল্যান্সাররা কাজের প্রস্তাবনাসহ বিড করেন। সেখান থেকে বাছাই করে ফ্রিল্যান্সারকে কাজ দিয়ে থাকে বায়ার। জনপ্রিয় কিছু অনলাইন মার্কেটপ্লেসের ঠিকানা-
www.freelancer.com.bd
www.belancer.com
www.freelancer.com
www.upwork.com
www.envato.com
www.guru.com
www.99designs.com
www.peopleperhour.com
www.fiverr.com
www.project4hire.com
www.freelanceswitch.com
www.ifreelance.com
www.elance.com
www.odesk.com
www.topcoder.com
www.freelancewriting.com
www.mediabistro.com
www.freelance.com
www.getacoder.com
www.hourly.com
www.greatlance.com