* অনুচ্ছেদ বা উদ্দীপকের অধীনে একাধিক প্রশ্ন থাকলে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে অনুচ্ছেদ বা উদ্দীপকটি পুনরায় পড়ে নেবে। কারণ প্রথমবার তাড়াহুড়া করে পড়লে কিছু বিষয়ে অস্পষ্ট থেকে যেতে পারে। পরের বার পড়লে আরো ক্লিয়ার হবে।
* মূল পাঠ্য বই ভালোভাবে পড়ে বুঝতে হবে।
* যেসব প্রশ্নে প্রাসঙ্গিক চিত্র দেওয়া সম্ভব, সেসব প্রশ্নে চিত্র দেওয়া দরকার। চিত্র দিলে অধিক নম্বর পাওয়া সম্ভব।
* বহু নির্বাচনীতে ভালো করতে হলে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অংশ বা তথ্য ভালোভাবে জানা থাকতে হবে।
* বিগত বছরের পরীক্ষার প্রশ্ন এবং এ বছরের নতুন প্রশ্ন কাঠামোর আলোকে তৈরি নমুনা প্রশ্ন দেখে বাসায় অনুশীলন করবে।
* প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে প্রতিদিন রুটিন করে পড়বে।
* প্রশ্নের চাহিদা ও মান অনুযায়ী ছোট-বড় আকারে লিখবে।
* প্রযোজ্য হলে প্রশ্নসংশ্লিষ্ট উদ্ধৃতি বা চিত্র দেবে।