ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
এবার ল্যান্ডক্রুজার জব্ল

বিলাসবহুল গাড়িতে মাদক পাচার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিলাসবহুল গাড়িতে মাদক পাচার

চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ প্রাডো গাড়ি আটকের পর এবার এক টন চোলাই মদসহ জব্দ করা হয়েছে একটি ল্যান্ডক্রুজার গাড়ি।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাক আহমেদ বলেন, 'বুধবার ল্যান্ডক্রুজার গাড়িতে বান্দরবান থেকে চোলাই মদ নিয়ে নগরীতে প্রবেশের সময় পাচারকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।' তিনি জানান, বিলাসবহুল গাড়িগুলোকে পুলিশ আগে মাদক পাচারে খুব একটা সন্দেহ করত না। এসব গাড়িতে সমাজের উচ্চবিত্ত ও ভিআইপিরা চলাফেরা করেন।

কিন্তু এখন দেখা যাচ্ছে, পাচারকারীরা সুযোগটি কাজে লাগিয়ে বিলাসবহুল গাড়িতে মাদক পাচার করছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন আহমেদ জানান, গতকাল

বুধবার ভোররাতে বান্দরবান থেকে একটি গাড়িতে মদ আসছে-এমন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশ গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দিলে এটি দ্রুত পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি সড়কের পাশের গাছের সঙ্গেও ধাক্কা খায়।

গাড়ি থেকে নেমে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। তিনি বলেন, 'গাড়িতে তল্লাশি করে এক মেট্রিক টন চোলাই মদ পাওয়া গেছে। মদগুলো বান্দরবানে তৈরি হয়।'

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার প্রকৌশলী হাছান চৌধুরী বলেন, 'প্রাডো কিংবা ল্যান্ডক্রুুজার জাতীয় বিলাসবহুল গাড়িগুলোকে অতীতে মাদকপাচারের জন্য খুব বেশি সন্দেহ করা হত না।

এখন যেহেতু বিলাসবহুল গাড়ি থেকে ইয়াবা ও মদ উদ্ধার হচ্ছে, তাই ভবিষ্যতে এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রাখা হবে।'

উল্লেখ্য, গতকাল মদসহ ল্যান্ডক্রুজার জব্দের ৩৮ দিন আগে গত ৯ আগস্ট কোতোয়ালী থানা পুলিশ পাঁচ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি প্রাডো গাড়ি আটক করে। কক্সবাজার থেকে ইয়াবাগুলো গাড়ির (ঢাকা মেট্রো-ঘ-১৩-৮৪৬০) আসনের সঙ্গে লুকিয়ে আনা হয়েছিল।

এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা পুলিশকে জানিয়েছিলেন, এভাবে ১০-১২টি প্রাডো গাড়ি টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম পর্যন্ত ইয়াবা পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

মূলত তখনই দামি গাড়িতে করে ইয়াবা পাচারের বিষয়টি ফাঁস হয়। এরপর ল্যান্ডক্রুজার গাড়িতে মদ পাচারের তথ্য পাওয়ায় পুলিশ নিশ্চিত হয়েছে, বিলাসবহুল গাড়িতেও মাদক পাচার হচ্ছে।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ