kalerkantho


নাটোরে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি   

২০ জুলাই, ২০১৮ ০০:০০নাটোরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আহম্মেদপুরের নন্দকুজা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর গোবিন্দপুর গ্রামের হানিফ শেখের মেয়ে সাদিয়া (১০) ও শিমলা (৬)।

এলাকাবাসী জানায়, কুষ্টিয়া থেকে মায়ের সঙ্গে নাটোর সদরের চক তেবাড়িয়া গ্রামে খালার বাড়ি বেড়াতে এসে সাদিয়া ও শিমলা পাশের নন্দকুজা নদীতে গোসল করতে যায়। কিন্তু একপর্যায়ে তারা দুজনই ডুবে যায়। বিষয়টি টের পেয়ে নদীপারের লোকজন দুই বোনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।মন্তব্য