<p style="text-align: justify;">ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ পর্বের প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণ করতে পারবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতার শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।</p> <p style="text-align: justify;">আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। </p> <p style="text-align: justify;">ইস্পাহানির মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, এবারের আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া এই প্রতিযোগিতায় থাকছে দুটি চমক। প্রথমবারের মতো দেশের বাইরে থেকে ভারতের পশ্চিমবঙ্গের প্রতিযোগীরা আসবে। এবং চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি।</p> <p style="text-align: justify;">আয়োজকরা জানান, দেশের জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর ২০১৭ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন শুরু করে। ষষ্ঠ বর্ষের এই আয়োজনে দেশের আট বিভাগীয় শহর ও কুমিল্লা শহরের পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শিশু শিক্ষার্থীদের বাছাই পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।</p> <p style="text-align: justify;">অনুষ্ঠানটির উদ্বোধনকালে কবি মোহাম্মদ নুরুল হুদা বলেন, বোধ জাগ্রত না হলে কোনো কিছু শুরু হবে না, ভরপুরও হবে না। আর এই বোধ কোথা থেকে এসেছে তা আমার জানা নেই। স্থান পরিবর্তনের মাধ্যমে বোধের পরিবর্তন হয়েছে। বাংলা ভাষারও একটা পরিক্রমা আছে। সংস্কৃতির মূল হলো ভাষা, যা পরিবর্তন হতে হতে প্রমিত বাংলা ভাষা এসেছে। এই ভাষা আরো পরিবর্তন হবে। বোধ পরিবর্তনের মাধ্যমে ভাষার পরিবর্তনকে আমাদের মেনে নিতে হবে। </p> <p style="text-align: justify;">সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। </p> <p style="text-align: justify;">বিশেষ অতিথির বক্তব্যে মামুনুর রশীদ বলেন, বাংলা ভাষার শক্তি সম্পর্কে আমরা কতটুকু জানি। শিক্ষার্থীদের ভাষা সম্পর্কে আরো জানতে হবে। শক্তিশালী ভাষাগুলো দুর্বল ভাষাকে গ্রাস করে নেয়। এভাবেই বাংলা ভাষায় অনেক ভাষা প্রবেশ করেছে, তবে ধ্বংস করতে পারেনি। এই ভাষা ধ্বংসের অনেক চেষ্টা করা হিয়েছিল। </p> <p style="text-align: justify;">সভাপতির বক্তব্যে শাইখ সিরাজ বলেন, আমি এই অনুষ্ঠানকে দেখি একটি দৃষ্টান্তমূলক অনুষ্ঠান হিসেবে। টেলিভিশনের কিছু অনুষ্ঠান আছে, যা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো। তার একটি হলো এই বাংলাবিদ প্রতিযোগিতা। এটা শুধু দেখে না, শেখার মাধ্যমে উপভোগ করে। </p> <p style="text-align: justify;">বাংলাবিদ-এর বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক আনিসুল হক, গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।</p> <p style="text-align: justify;"><br />  </p>