ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

ঢাকা, শুক্রবার ০৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

বাংলাদেশে মাত্র ১৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশে মাত্র ১৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে

বাংলাদেশের ১৫ থেকে ৬৫ বছর বয়সী মাত্র ১৩ শতাংশ মানুষ ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। যদিও এই বয়সী মানুষের ৪৫ শতাংশেরই কমপক্ষে একটি ইন্টারনেট-বান্ধব ডিভাইস রয়েছে।

সম্প্রতি উন্নয়নশীল রাষ্ট্রে মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যবহার ও প্রাপ্যতা বিষয়ে লার্নএশিয়া পরিচালিত এক সমীক্ষায় তথ্যগুলো উঠে এসেছে। গতকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে ‘আফটার অ্যাকসেস: আইসিটি অ্যাকসেস অ্যান্ড ইউজ ইন এশিয়া অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক এই গবেষণার বাংলাদেশ অংশের ফল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে গ্রামীণ ফোনের সিইও মাইকেল ফোলিও, রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ, বাংলালিংকের সিইও এরিখ অস প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, এ গবেষণায় ২০১৭ সালের শেষ নাগাদ বাংলাদেশের ৪০টি জেলার ১০০টি ওয়ার্ড এবং গ্রামে দুই হাজার পরিবার ও ব্যক্তির ওপর সমীক্ষা চালানো হয়। 

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইডিআরসি), কানাডা, ফোর্ড ফাউন্ডেশন, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (এসআইডিএ) এবং যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) থেকে পাওয়া অনুদানের মাধ্যমে আফটার অ্যাকসেস গবেষণাটি পরিচালিত হয়েছে। বাংলাদেশসহ আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার ১৮টি দেশে একই গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

এশিয়া বিভাগের প্রধান গবেষক ও লার্নএশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা হিলানি গালপায়া বলেন, ‘মোবাইল ফোন ও ইন্টারনেট সর্বব্যাপী হয়ে উঠছে। মোবাইল ফোন ব্যবহারকারী এবং এর ব্যবহার বিষয়ে তথ্য সরকার এবং সিদ্ধান্ত প্রণেতাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। কিন্তু এ বিষয়ে তথ্য এখনো অপ্রতুল। কারণ প্রাপ্ত তথ্যগুলো হয় এসংক্রান্ত ব্যবসা সংশ্লিষ্ট গোষ্ঠীর সরবরাহ করা, অথবা এসব তথ্য রাষ্ট্রের মোট জনসংখ্যার প্রতিনিধিত্ব করছে না।

মোবাইল ফোনের ব্যবহার এবং ব্যবহারকারী সম্পর্কে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের একমাত্র গ্রহণযোগ্য পন্থা হচ্ছে এর ব্যবহারকারী এবং ব্যবহারকারী নন এমন ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলা। এই গবেষণায় আমরা সেই কাজটিই করেছি।’   

লার্নএশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাইদ খান বলেন, ‘এই গবেষণায় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অপার সম্ভাবনার দিকটিও পরিষ্কারভাবে উঠে এসছে। ১৫ থেকে ৬৫ বছর বয়সী যেসব বাংলাদেশি ইন্টারনেট ব্যবহার করে তারা এর কারণ হিসেবে জানিয়েছে, ইন্টারনেট কী সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এই তথ্য প্রমাণ করে, বাংলাদেশের জনসাধারণের মধ্যে ইন্টারনেট এবং এর ব্যবহার সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টির প্রয়োজন।

মন্তব্য

সম্পর্কিত খবর

৫ জিবি ও ৩৬ মিনিট, টেলিটকে ‘৩৬ জুলাই অফার’ পাবেন যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৫ জিবি ও ৩৬ মিনিট, টেলিটকে ‘৩৬ জুলাই অফার’ পাবেন যেভাবে

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরবময় দিন উপলক্ষে বিশেষ আফার দিচ্ছে মোবাইল অপারেটর টেলিটক। বিশেষ এই অফারে থাকবে ৩৬ মিনিট টকটাইম ও ৫ জিবি ইন্টারনেট। সঙ্গে থাকবে ৩৬ এসএমএস। তবে এই অফার নিতে গ্রাহককে খরচ করতে হবে ৩৬ টাকা।

মোবাইল অপারেটর টেলিটক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ‘৩৬শে জুলাই, এই দিনটা শুধু একটা তারিখ না—এটা আত্মত্যাগ, একতা আর সাহসের দিন। ছাত্রদের কণ্ঠে, জনগণের বুকে গড়ে উঠেছিল একটি পরিবর্তনের ঝড়। আমরা লড়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে, জিতেছিলাম আশার পক্ষে।

তাই এই গৌরবময় দিন উপলক্ষে টেলিটক দিচ্ছে বিশেষ অফার। মাত্র ৩৬ টাকায় ৫ জিবি ইন্টারনেট, ৩৬ মিনিট, ৩৬ এসএমএস (মেয়াদ ৫ দিন)।’

যেভাবে পাবেন অফার

অফারটি পেতে রিচার্জ করতে হবে ৩৬ টাকা। অথবা ডায়াল করতে হবে *111*36# নম্বরে।

অফারটি চলবে ৫ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছে টেলিটক।

মন্তব্য

স্ক্যাম প্রতিরোধে হোয়াটসঅ্যাপের অভিযান, বন্ধ ৬৮ লাখ অ্যাকাউন্ট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্ক্যাম প্রতিরোধে হোয়াটসঅ্যাপের অভিযান, বন্ধ ৬৮ লাখ অ্যাকাউন্ট
সংগৃহীত ছবি

চলতি বছরের প্রথম ছয় মাসে হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে প্রতারণার সঙ্গে যুক্ত ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে বলে জানিয়েছে অ্যাপটির মূল কম্পানি মেটা। মেটার তথ্যমতে, এই অ্যাকাউন্টগুলোর অনেকটাই দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত, যারা প্রায়ই জালিয়াতি কার্যক্রমে জড়িত থাকে।

এ ঘোষণাটি আসে যখন হোয়াটসঅ্যাপ নতুন জালিয়াতি-বিরোধী ব্যবস্থা চালু করেছে। যার মধ্যে রয়েছে অপরিচিত ব্যক্তির দ্বারা গ্রুপে যুক্ত হওয়ার আগেই সতর্কবার্তা।

মেটা জানায়, স্ক্যামাররা সাধারণত প্রথমে ভুক্তভোগীদের কাছে টেক্সট পাঠায়, এরপর কথোপকথন সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাপে স্থানান্তর করে। পরে তারা ভুয়া বিনিয়োগ প্রকল্প বা পিরামিড স্কিমের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। যা প্রায়ই পেমেন্ট বা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মে ঘটে।

একটি আলোচিত অভিযানে, হোয়াটসঅ্যাপ, মেটা ও ওপেনএআই যৌথভাবে কম্বোডিয়াভিত্তিক একটি অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান চালায়, যারা সোশ্যাল মিডিয়ায় ‘রেন্ট-এ-স্কুটার’ নামে একটি ভুয়া স্কিম ছড়ায় এবং প্রতারণার নির্দেশাবলী তৈরিতে চ্যাটজিপিটির অপব্যবহার করে।

মেটা জানিয়েছে, তারা এসব স্ক্যাম সেন্টার কর্তৃক চালিত অ্যাকাউন্টগুলো সক্রিয় হওয়ার আগেই শনাক্ত করে বন্ধ করেছে।

প্রতারণার এমন কার্যক্রম মায়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলো থেকে পরিচালিত হয় বলে ধারণা করা হচ্ছে। এসব চক্র অনেক সময় লোকজনকে চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে, পরে তাদের দিয়ে জালিয়াতি করানো হয়। এমন পরিস্থিতিতে, ব্যবহারকারীদের সতর্ক থাকতে এবং হোয়াটসঅ্যাপের দ্বি-পদক্ষেপ যাচাইকরণ (টু স্টেপ ভেরিফিকেশন) চালু করার পরামর্শ দিয়েছে মেটা।

মেটার পক্ষ থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, যখন কেউ অগ্রিম টাকা দাবি করে প্রতিশ্রুত রিটার্ন বা উপার্জনের আশ্বাস দেয়— সেটিই প্রতারণার বড় লক্ষণ।

সূত্র : বিবিসি

মন্তব্য

এআই যুগেও কম্পিউটার সায়েন্স শিক্ষার গুরুত্ব কমেনি : ওপেনএআই চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এআই যুগেও কম্পিউটার সায়েন্স শিক্ষার গুরুত্ব কমেনি : ওপেনএআই চেয়ারম্যান
ফাইল ছবি : এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যাপক প্রসারের মধ্যেও কম্পিউটার সায়েন্স শিক্ষার গুরুত্ব কমেনি বলে মনে করেন ওপেনএআইয়ের চেয়ারম্যান ব্রেট টেলর। 

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেলর মনে করেন কম্পিউটার সায়েন্স ডিগ্রি ‘সিস্টেমস থিংকিংয়ের’ মতো গভীর বিশ্লেষণাত্মক দক্ষতা গড়ে তোলে, যা কেবল কোড লেখা নয় — বরং পণ্য উন্নয়ন ও বড় সিদ্ধান্তে সহায়ক। এ দক্ষতা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রতিস্থাপন করা যায় না।

টেলরের মতে, বিগ ও নোটেশন, জটিলতা তত্ত্ব, র‍্যান্ডোমাইজড অ্যালগরিদম, ক্যাশ মিসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গভীরতা বোঝা এখনো অপরিহার্য, যা একমাত্র ভালো মানের কম্পিউটার সায়েন্স শিক্ষা দিয়েই অর্জন সম্ভব।

তিনি আরো বলেন, ‘কম্পিউটার সায়েন্স পড়া আর কোড শেখা এক নয়। তবে আমি এখনো মনে করি, কম্পিউটার সায়েন্স শেখা অত্যন্ত মূল্যবান।’

এদিকে, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও একই সুরে বলেছেন, ‘প্রোগ্রামিং অন্তত আগামী এক শতাব্দী জুড়ে মানুষের কাজই থাকবে।’

গেটসের ব্যাখ্যায়, সফটওয়্যার লেখা মানে শুধু সিনট্যাক্স জানা নয়—বরং অদৃশ্য প্যাটার্ন খুঁজে বের করা, ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া ও এমন বুদ্ধিবৃত্তিক ঝাঁপ বিষয় যা কোনো অ্যালগরিদম আগাম ধরতে পারে না।

তিনি আরো বলেন, ‘এআই কোডের কিছু অংশ লিখে দিতে পারে, ডিবাগ করতে পারে বা সফটওয়্যারের কাঠামো সাজিয়ে দিতে পারে। কিন্তু একটা অসম্পূর্ণ আইডিয়া থেকে বাস্তবসম্মত কার্যকর লজিকে পৌঁছতে এখনো মানুষের উপস্থিতিই অপরিহার্য। কপিলট বা চ্যাটজিপিটি হলো কৌশলগত যন্ত্র—এগুলো দক্ষতা বাড়ায়, সৃজনশীলতা বাড়ায়, কিন্তু বিকল্প নয়।’

গেটস ও টেলর—উভয়ের মতে, এআই যেমন প্রোগ্রামিংকে আরো কার্যকর করে তুলছে, তেমনি প্রোগ্রামারের চিন্তাশক্তি, অভিজ্ঞতা ও বিশ্লেষণ ক্ষমতার গুরুত্ব আরো বাড়িয়ে তুলছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য

৩৬ জুলাই স্মরণে টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৩৬ জুলাই স্মরণে টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার’
সংগৃহীত ছবি

স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের গৌরবময় ৩৬ জুলাই (৫ আগস্ট) দিনটিকে স্মরণ করে জুলাই-আগস্টের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মোবাইল ফোন অপারেটর টেলিটক। 

এই দিনটিকে কেন্দ্র করে ‘৩৬ টাকার অফার’ চালু করেছে টেলিটক অপারেটর। অফারটির আওতায় গ্রাহকরা মাত্র ৩৬ টাকা রিচার্জ করলেই পাবেন- ৫ জিবি ইন্টারনেট ডাটা, ৩৬ মিনিট টকটাইম ও ৩৬টি এসএমএস। এর মেয়াদ ৫ দিন।

আরো পড়ুন
সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

 

মঙ্গলবার (৫ আগস্ট) থেকে আগামী ৯ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে প্যাকেজটি। কোনো গ্রাহক অফারটি পেতে চাইলে সরাসরি ৩৬ টাকা রিচার্জ করতে পারেন কিংবা  টেলিটক থেকে ডায়াল করতে পারেন এই *111*36# নম্বর।

৩৬ জুলাই এখন আর শুধু তারিখ নয়, বরং হয়ে উঠেছে আত্মত্যাগ, সংহতি ও সাহসিকতার বিশাল প্রতীক।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ