kalerkantho


মাত্র ২,২৯৯ টাকায় ভারতে স্মার্টফোন এনে চমকে দিল মোজিলা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৪ ১১:০৩মাত্র ২,২৯৯ টাকায় ভারতে স্মার্টফোন এনে চমকে দিল মোজিলা

২,২৯৯ টাকার স্মার্টফোন নিয়ে এলো মোজিলা ফায়ারফক্স। আগামী ২৯ আগস্ট থেকেই ভারতের বাজারে মিলবে দেশের প্রথম সস্তার এই স্মার্টফোন।

নাম- স্পাইস ফায়ার ওয়ান মি-এফএক্স১। উল্লেখ্য হ্যান্ডসেট নির্মাণকারী ইনটেক্স ও স্পাইসের সঙ্গে হাত মিলিয়েছে মোজিলা ফক্স। সংস্থার কথায়, ভারতের মতো উন্নয়নশীল দেশের মানুষদের ধরতেই এই অভিনব উদ্যোগ।
স্পাইস মোবালিটির সিইও প্রশান্ত বিন্দল জানিয়েছেন, আল্ট্রা-লো এই স্পাইস ফায়ার ওয়ান ফোনে রয়েছে অত্যাধুনিক ফিচার। মানুষের হাতের মুঠোতেই থাকবে ওয়েব দুনিয়া।
স্পাইস ফায়ার ওয়ান ফোনে যা যা থাকবে :
১ গিগাহার্জ প্রসেসর, ৩.৫ ইঞ্চি স্ক্রিন, ৪৮০*৩২০ পিক্সেল রিজোলিউসন, ২ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১.৩ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন এই ডুয়েল-সিম মোবাইলে। খুলতে পারবেন ফেসবুক ও টুইটার প্রোফাইলও। এই ফোনে হিন্দি, তামিল ও বাংলা ভাষাতে টেক্সট করতে পারবেন। ফায়ার ফক্সের এই মোবাইল রাজ করছে ইউরোপ, লাটিন আমেরিকা ও এশিয়ার প্রায় ১৭টি দেশে।
সূত্র : ইন্টারনেট


মন্তব্য