kalerkantho


আরও দুটি আন্তর্জাতিক উৎসবে ‘জালালের গল্প’

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১৯:১৪আরও দুটি আন্তর্জাতিক উৎসবে ‘জালালের গল্প’

তুমুল আলোচিত এবং প্রশংসিত বাংলা ছবি ‘জালালের গল্প’ এবার আরও দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। তরুণ পরিচালক আবু শাহেদ ইমনের এই ছবিটি দেশ-বিদেশের ২৫টির ও বেশি উৎসবে অংশগ্রহন করে দর্শকদের মন ছুঁয়ে গেছে।

২০১৫ সালে অস্কারে যাওয়ার পর এখনও পর্যন্ত বিভিন্ন স্থানে ছবিটির প্রদর্শনী হয়ে আসছে। এবার রাশিয়া এবং ফ্রান্সে দুটি চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে ছবিটি। চলতি মাসের ২৬-২৮ তারিখ রাশিয়ার উফা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিলভার আকবুজাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই উৎসবে ২২টি দেশের প্রায় ৩০০ ছবির সঙ্গে প্রতিযোগিতা করে মূল পর্বে স্থান করে নিয়েছে ‘জালালের গল্প’। সেখানে দর্শকদের সাথে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকার জন্য আবু শাহেদ ইমন আমন্ত্রিত হয়েছেন।

অন্যদিকে ১৮-২৫ অক্টোবর ফ্রান্সের ‘দ্যু ফিল্ম দ্য আসিয়া দ্যু সুদ’ বা এশিয়ান চলচ্চিত্র বিষয়কে উৎসবে বাংলাদেশ বিভাগে ‘জালালের গল্প’ প্রদর্শিত হবে বলে জানা গেছে। এছাড়া ‘মাটির ময়না’, ‘টেলিভিশন’, ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবিগুলো প্রদর্শনের কথা আছে।


মন্তব্য