kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০১৬। ২৬ অগ্রহায়ণ ১৪২৩। ৯ রবিউল আউয়াল ১৪৩৮।


চ্যানেল আইয়ে শুভ-জেনিফারের 'মুসাফির'

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০১চ্যানেল আইয়ে শুভ-জেনিফারের 'মুসাফির'

বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ে আশিকুর রহমান আশিক পরিচালিত ছবি 'মুসাফির' এর প্রিমিয়ার হবে সকাল ১০টা ১৫ মিনিটে। অভিনয় আরেফিন শুভ, মারজান জেনিফা, মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান প্রমুখ।

 

এই ছবির কাহিনীতে দেখা যাবে, পেশাদার খুনি আরেফিন শুভ বিশেষ এক মিশনে মারজান জেনিফাকে বাঁচাতে চায়। তাকে নিয়ে সে বেরিয়ে পড়ে পথে, হয়ে যায় মুসাফির।


মন্তব্য