kalerkantho


ভেষজ দাওয়াই

অর্শ হলে

অর্শ রোগের ভেষজ দাওয়াই দিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজের অধ্যক্ষ হাকিম ফেরদৌস ওয়াহিদ

১৫ মে, ২০১৭ ০০:০০অর্শ হলে

► ডালিম ফলের খোসা ৫ গ্রাম আধা গ্লাস পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রাখুন। পরে জ্বাল দিয়ে ১ কাপ হলে ১ চা চামচ মধু মিশিয়ে সকালে ও সন্ধ্যায় নিয়মিত ৭ থেকে ১০ দিন পান করলে অর্শের রক্ত পড়া বন্ধ হয়।

► কুড়চি ছাল ৫ গ্রাম ৩ কাপ গরম পানিতে ভিজিয়ে ১২ ঘণ্টা পর জ্বাল দিয়ে ছেঁকে নিন। সকালে ও সন্ধ্যায় একবার করে খালি পেটে খেলে উপকার পাবেন।

► রক্ত অর্শের বলিতে বাসক পাতা পরিষ্কার করে ধুয়ে গরম করে ছেঁক দিলে ফোলা ও যন্ত্রণায় আরাম পাওয়া যায়।

► নরম মল অথবা জ্বালা-যন্ত্রণা করে—এ ধরনের অর্শে ৩ গ্রাম জিরা পানিতে সিদ্ধ করে ছেঁকে সকাল-সন্ধ্যায় ১০ থেকে ১৫ দিন পান করলে ব্যথা কমে।

► গুড়মার মূল চূর্ণ ৫০০ মিলিগ্রাম ১ গ্লাস ঘোল অথবা মাঠাসহ সকাল-সন্ধ্যায় ৭-১০ দিন পান করলে উপকার পাবেন।

► গুলঞ্চ ১০ গ্রাম কুচি কুচি করে কেটে ৩ কাপ পানিতে ১০ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর সিদ্ধ করে ছেঁকে অর্ধেক হলে এই ক্বাথ সকালে ও সন্ধ্যায় খালি পেটে পান করলে ১০ থেকে ১৫ দিনেই উপকার হয়।

► অর্শের বলিতে লাল চন্দন ঘষে প্রলেপ দিলে অর্শের বলি ধীরে ধীরে শুকিয়ে যায়।

► কাঁচা তেঁতুল পাতা ৫ গ্রাম ছেঁচে রস করে দিনে দুবার শরবত করে ১৫ দিন খেলে অর্শের রক্ত পড়া বন্ধ হয়।

► জাম্বুরার কোয়ার পাতলা আবরণ ৩ থেকে ৬ গ্রাম চূর্ণ করে ১ চা চামচ চিনিসহ দিনে দুবার ৭ থেকে ১০ দিন খেলে উপকার পাবেন।

►করবী মূলের ছাল চূর্ণ ১ চা চামচ আধা কাপ দইসহ সকাল-সন্ধ্যায় ৭ থেকে ১০ দিন পান করলে রক্ত পড়া বন্ধ হবে।

► বিড়ঙ্গ চূর্ণ ১ চা চামচ ১ গ্লাস গরম পানিতে মিশিয়ে রাতে ঘুমের আগে এক মাস খেলে অর্শ ভালো হয়।

► রেউচিনি ১ চা চামচ সকাল-সন্ধ্যায় এক মাস পান করলে অর্শের জ্বালা-যন্ত্রণাসহ অন্যান্য উপসর্গে উপকার হয়।

► হরিতকী চূর্ণ ১ চা চামচ ১ গ্লাস আখের গুড়ের শরবতসহ ৭ থেকে ১০ দিন সকালে ও সন্ধ্যায় পান করলে অর্শে উপকার পাবেন।

► ওল ভর্তা নিয়মিত খেলে আরাম পাওয়া যায়।মন্তব্য