২৩৬ বছরের দীর্ঘ ক্রিকেট ইতিহাস স্কটল্যান্ডের। ইতিহাস সমৃদ্ধ হলেও সেভাবে দেশটিতে প্রসার ঘটেনি খেলাটার। তাই স্কটল্যান্ড ওয়ানডে বিশ্বকাপে প্রথম সুযোগ পায় ১৯৯৯ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ২০০৭ সাল থেকেই খেলছে স্কটিশরা।
বিজ্ঞাপন
বিশ্বকাপ বাছাই পর্বে ৮ ম্যাচে স্কটল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ২৩৪ রান জর্জ মুনসের। এই ফরম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৫৫.০১। অন্তত ৫০০ বল খেলা ব্যাটারদের মধ্যে তাঁর স্ট্রাইক রেট চতুর্থ সর্বোচ্চ। ২০১৯ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৬ বলে ১২৭* রানের ঝোড়ো ইনিংসও আছে মুনসের। বাছাই পর্বে ১৩ উইকেট নেওয়া সাফায়ন শরীফও ভরসার নাম স্কটিশদের।
স্কোয়াড
কাইল কোয়ের্টজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডিলান বাজ, ম্যাথু ক্রস, জশ ডেভি, আলসাদির ইভান্স, ক্রিস গ্রিভস, হামজা তাহির, মিচেল লিস্ক, কালাম ম্যাকলয়েড, জর্জ মুনসে, সাফায়ন শরীফ, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্রাড হোয়েল। কোচ : শেন বার্গার (দক্ষিণ আফ্রিকা)
পারফরম্যান্স
২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশ নিয়েছে স্কটল্যান্ড। আগের ছয় আসরের তিনটিতেই ছিল তারা। তবে প্রথম পর্বের বাধা পার হতে পারেনি কখনো। ৭ ম্যাচে জয় ১, হার ৫ আর পরিত্যক্ত ১টি।
পরিসংখ্যান
♦ বিশ্বকাপে ৫ ম্যাচে সর্বোচ্চ ১৩৮ রান কাইল কোয়ের্টজারের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ জর্জ মুনসের।
♦ তিন ম্যাচে মাত্র ৫ ওভার বল করেই সর্বোচ্চ ৪ উইকেট ক্রেগ ওয়াটের।