kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

শারদ উৎসব

অজিতা মিত্র

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজলরঙে আজ মন মিশিয়ে

আঁকছে ছবি খোকা,

জ্যোত্স্না রাতে তারার মতো

শিউলি থোকা থোকা।

 

কাশফুলেরা দুলছে হাওয়ায়

দিদার চুলের মতো,

আঁকছে রূপু কাশের দোলা

যত ইচ্ছে তত।

 

আকাশনীলে মেঘের ভেলা

যাচ্ছে দূরের গাঁয়,

আঁকতে গিয়ে রুমকি সোনার

মনটা উড়ে যায়।

 

যাচ্ছে সে কি কৈলাসে আজ,

আনতে দুর্গা মাকে,

সইছে না তর, কতক্ষণে

পড়বে কাঠি ঢাকে!

 

মণ্ডামিঠাই, নকুল দানা,

নিমকি, নাড়ু, লুচি,

মুড়কি, মোয়া, পাপড় ভাজা,

আঁকল খাতায় শুচি।

বিজ্ঞাপন

 

শরৎ ঋতু আঁকছে সবাই,

সবার ছবিই সেরা,

বাপ্পি আঁকে দুর্গা মায়ের

চক্ষু পটলচেরা।

 

ছবি থেকে বেরিয়ে এলেন

দুর্গা সাথে সাথে,

মায়ের রূপে পুজোর খাবার

দিলেন সবার পাতে।সাতদিনের সেরা