kalerkantho

সোমবার । ২৮ নভেম্বর ২০২২ । ১৩ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

দুর্গোৎসব

বেণীমাধব সরকার

২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্গোৎসব

অলংকরণ : জয়িতা কর্মকার, অষ্টম শ্রেণি, ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী, পাবনা

ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড়

দুর্গাপূজার মাঝে

পাহাড় সমান আনন্দেতে

বাঙালিরা সাজে।

 

পূজারিগণ করছে পূজা

মন্দিরে মন্দিরে

কাঁসর ঘণ্টার মিষ্টি আওয়াজ

উঠছে আকাশ চিরে

 

সনাতনী সম্প্র্রদায়ের

পূজার আয়োজনে

আনন্দটা উপচে পড়ে

সবার মনে মনে।

 

বর্ণ-জাতির নেই ভেদাভেদ

উৎসবেতে আজ

প্রীতির মুকুট মাথায় পরে

সবাই মহারাজ।

বিজ্ঞাপনসাতদিনের সেরা