kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

হাতির নাতির কাণ্ডে চড়ুই

খান মোহাম্মদ খালেদ

৪ জুলাই, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহাতির নাতির কাণ্ডে চড়ুই

আঁকা : মাসুম

হাতির নাতি চড়ুইভাতি

করবে ভেবে নিয়ে

চড়ুই ধরার জন্য ওড়ার

চেষ্টা করতে গিয়ে

আছাড় খেল ব্যথাও পেল

ভেঙেও নিল ঠ্যাং;

দেখে সে-হাল খুশিতে ফাল

দিল খালের ব্যাঙ।

হাতির নাতির চড়ুইভাতির

সাধটা গেল মিটে,

এখন বোকায় ব্যথায় কোঁকায়

চোখ করে মিটমিটে।

 

দাদা হাতি নিয়ে নাতি

গেল বৈদ্যবাড়ি;

তার চিকিৎসায় ব্যয় হয়ে যায়

টাকা কাঁড়ি কাঁড়ি।

 

খরচাপাতির জন্য হাতির

মেজাজ হয় খিটখিটে,

এবার এসে চড়ুই হেসে

নাচে হাতির পিঠে।

বিজ্ঞাপনসাতদিনের সেরা