kalerkantho

শনিবার । ২০ আগস্ট ২০২২ । ৫ ভাদ্র ১৪২৯ । ২১ মহররম ১৪৪৪

গানের লড়াই

আহমেদ সাব্বির

২৭ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগানের লড়াই

আঁকা : মাসুম

বর্ষাকালে ব্যাঙের গ্যাঙ

গাইছিল গান গ্যাঙর গ্যাঙ।

হঠাৎ শুনে বিকট গান

বোয়াল মাছের ফাটল কান।

বলল রেগে ট্যাংরা কই

আজ আমরা গান গাবই।

আয় রে পুঁটি পাবদা শোল

বাজিয়ে দে রে তবলা ঢোল।

বিজ্ঞাপন

হারমোনিয়াম গিটার ধর

বইয়ে দে রে গানের ঝড়।

গান থামিয়ে ব্যাঙরা চুপ

নাচ দেখাল ট্যাংরা খুব।

চিংড়ি টাকি গাইল রক

মধুর লড়াই লাগল টক।

হঠাৎ মেঘের গুড়ুম গুম!

থামিয়ে দিল গানে ধুম।

দুঃখ পেয়ে ব্যাঙরা খুব

ডোবার জলে মারল ডুব।

বন্ধ হলো গিটার ঢোল

থামল গানের গণ্ডগোল।সাতদিনের সেরা