kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

বাঘের সাথে দোস্তি

বাশার মাহফুজ

২৩ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাঘের সাথে দোস্তি

আঁকা : মাসুম

সর্বনেশে কথা বাবা বাঘ ঢুকেছে হাটে

বাঘ মামাটা সেদিন ছিল চণ্ডীপুরের মাঠে

অবাক হয়ে দুচোখ ভরে দেখেছিলেন কাকা

সেই বাঘেরই ছবি নাকি খুকুর খাতায় আঁকা!

বুনোফুলের গলার মালা পায়ে পাতার নূপুর

বাঘের ভয়ে একলা মাঠে কাঁপতে ছিল দুপুর।

 

ভয়ের চোটে ভুট্টা ফোটে ছুটছে সবাই বাপ রে

গোলাগোলা চোখেতে বাঘ মাথায় গরম তাপ রে।

ঠাণ্ডা হয়ে বাঘ মামাটা বলল সবাই শোনো

টোকন সোনার বন্ধু আমি ভয় কোরো না কোনো।

টোকন এলে দেখা করে আবার যাব ফিরে

ভয় তাড়িয়ে জমল সবাই বাঘ মামাকে ঘিরে।

বিজ্ঞাপন

টোকন আমার বন্ধু ছিল বাঘ মামা তাই শুনে

পিঠে নিল সওয়ার করে দুইয়ের নামতা গুনে।

টোকন-আমি, বাঘের পিঠে বাঘের সাথে দোস্তি

ভয় পাওয়া সেই মানুষগুলো পেল যেন স্বস্তি।

বাঘের সাথে অনলাইনে কথা হবে রোজ তো

আমি-টোকন দুবন্ধুকে রাখবে মামায় খোঁজ তো।সাতদিনের সেরা