আঁকা : মাসুম
ইয়া বড় তরমুজ
টকটকে লাল্লু
দুই শ টাকা দিয়ে
কেনে তারে কাল্লু।
তারপরে করে ফালি
জোড়া জোড়া হালি হালি।
আইঢাই গরমে
হাঁসফাঁস চরমে,
কাল্লুর দোকানেতে
ভিড় করে লোকজন
হেঁকে ডেকে তারা কন
তরমুজ দে রে ভাই
প্রাণভরে জুস খাই,
বিজি থাকে কাল্লু
ছোকরা সে চাল্লু।
ঘণ্টায় সব শেষ
তরমুজ আর নাই
কাল্লুটা তোলে হাই
লাভ হলো দুই শ টাকা
একেবারে কম না,
খুশি মনে কাল্লু
ছুটে যায় রমনা।
বিজ্ঞাপন
ঘুরে ফিরে পার্কে
ফিরে যায় বস্তি
মা’র হাতে টাকা দিয়ে
পায় সুখ স্বস্তি।