kalerkantho

মঙ্গলবার ।  ২৪ মে ২০২২ । ১০ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২২ শাওয়াল ১৪৪৩  

ঝুনঝুনি টুনটুনি

হাসান হাফিজ

১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটুনটুনিটা টুনটুনায়

চিরিক চিরিক মিহিন সুরে

     মন ভোলানো গান শোনায়।

পাতার খোপে আড়াল খুঁজে

বানায় বাসা,

দেখতে খাসা

নেয় বিশ্রাম দু চোখ বুজে।

 

ছোট্ট ডিমে তা দিলে পর

     ছোট্ট ছানা ফোটে,

ক মাস পরেই ডাগর ডোগর

পাখনা মেলে ছোটে।

ছুটতে ছুটতে পেরোয় মাঠ

তার পরে কী? নদীর ঘাট।

বিজ্ঞাপন

টুনটুনি লো টুনটুনি,

খেলবি নিয়ে ঝুনঝুনি?

     যখন মাঠে বসবে মেলা

     খেলবি তখন মজার খেলা।সাতদিনের সেরা