kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

ভূত গেল ভেগে

শাকিব হুসাইন, একাদশ শ্রেণি, দিনাজপুর সরকারি কলেজ, পাকেরহাট, দিনাজপুর।

৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভূত গেল ভেগে

অঙ্কন : মাসুম

এই তো সেদিন

দিনের বেলায়

দেখলাম দুটো ভূত

দুজন মিলে

গাছের নিচে

খেলছিল কুতকুত।

 

আমায় দেখে

এলো তেড়ে

মটকাবে যে ঘাড়

ঠিক তখনই

দিল হানা

দুষ্টু সে এক ষাঁড়।

 

তাড়া খেয়ে

গেল ভেগে

এলো না তো আর

আমি শুধু

দেখি আমার

ঘাড়টা বারংবার।

 

এই বেলাতে

ভূতের থেকে

বেঁচে গেলাম হায়!

চুপি চুপি

দেখব না আর

ভূতের খেলা বায়!

বিজ্ঞাপনসাতদিনের সেরা