kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

বুদ্ধিমান ব্যাঙ

মিনহাজ উদ্দীন শরীফ, একাদশ শ্রেণি, শচীন্দ্র কলেজ, হবিগঞ্জ

২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবুদ্ধিমান ব্যাঙ

আঁকা : প্রসূন

ব্যাঙেরছাতা ভেঙে গেল

শিলাবৃষ্টি পড়ে;

এই দুঃখেতে কাঁদছে ব্যাঙ

নদীর বালুচরে।

 

নদীপথে যাচ্ছিল সাপ

সাঁতরে সাঁতরে বাড়ি;

ব্যাঙকে দেখে বলে উঠল

তোকে কেমনে ছাড়ি?

 

ব্যাঙ বলল খাবে আমায়

এই ভেবেছ ভায়া?

আমি তো ভাই মরে গেছি

এটা আমার ছায়া!

 

বোকা সাপটা চলে গেল

মাথা নিচু করে;

ঘ্যাঙর ঘ্যাঙর সুরে ব্যাঙ

হাসল প্রাণটা ভরে।সাতদিনের সেরা