kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

ছড়া খেলা

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছড়া খেলা

ছড়াটির সঙ্গে হয়তো আগেই তোমাদের পরিচয় হয়েছে। ‘ছেলে ভুলানো’ ছড়াটি সংগ্রহ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এখানে সেটি এলোমেলো করে দেওয়া। ছড়াটি ঠিকঠাক মিলিয়ে অ্যাটাচ করে দাও আমাদের ফেসবুক পেজের ইনবক্সে  facebook.com/Tuntun-tintin

অথবা মেইল করো [email protected]

 

আয় রে টিয়ে আয়

ভরা নায়ে দিয়ে?

গেল নিয়ে না’ বোয়াল মাছে।

তাই-না ভোঁদড় দেখে নাচে?

ভোঁদড় ফিরে ওরে চা।

যা নাচন দেখে খোকার?