kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

[ মজার দুনিয়া ]

হাঁসকাকুর জন্মদিনে

লতিফুল হক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহাঁসকাকুর জন্মদিনে

এঁকেছে : জারীন মাহজাবিন, দশম শ্রেণি, সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী

এই তো দিন কয়েক আগে  সে পা রেখেছে ৮৮ বছর বয়সে। তবে এই বয়স সত্যিই একটা সংখ্যা। কারণ ডোনাল্ড ডাক বা ‘হাঁসকাকু’র বয়স কী আর বাড়ে? সেই ১৯৩৪ সালের ৯ জুন আত্মপ্রকাশ। এর পর থেকেই বই আর সিনেমার পাতায় তোমাদের মন জয় করে চলেছে ওয়াল্ট ডিজনির অমর কার্টুন চরিত্রটি। নীল জামা আর নীল টুপি তার সব সময়ের পোশাক। পা দুটো হলুদ। জুতা-মোজার বালাই নেই। পেছনের দিকে পালকগুচ্ছ উঁচু হয়ে থাকে। খুব খুশি হলে জানায় টুপি খোলা অভিবাদন।

ডোনাল্ড ডাক লোক কেমন? এমনিতে তার কিন্তু খুব একটা সুনাম নেই। ভারী বদরাগী, একটু ভাব-সাব নিয়ে থাকে। তবে ভেতর থেকে যারা তাকে চেনে তারা জানে রাগ বেশি থাকলেও লোক খারাপ নয় সে। কিন্তু গায়ে গতরে খাটতে বড্ড অনীহা ডোনাল্ড ডাকের। চেনাজানা কেউ একটু ব্যায়াম-ট্যায়ামের কথা বললেই রেগে ফায়ার। আড়ালে লোকে তাকে ‘কুড়ের বাদশা’ বলেও অপবাদ দেয়। তবে বিপদে পড়লে সে কিন্তু নিজেকে পুরো বদলে ফেলে। তার মতো সাহসী তখন কমই দেখা যায়। তিন ভাইপোকে নিয়ে একবার সমুদ্রযাত্রা করেছিল। তখন আক্রমণ করে ভয়ংকর এক হাঙর। সবাই যখন ভয়ে কাবু, ডোনাল্ড ডাক তখন এক ঘুষিতেই হাঙরের ভাবলীলা সাঙ্গ করে। শোনা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নিয়েছিল সে। ডোনাল্ড ডাকের কিন্তু শত্রুর অভাব নেই। বিগেল বয়েস, মিস্টার জোন্সসহ অনেকের কাছেই নাজেহাল হতে হয়েছে। কিভাবে শত্রুদের ঠেকানো যায় সে পরিকল্পনা মনে এলেই পায়চারির গতি বেড়ে যায় আংকেল ডোনাল্ড ওরফে হাঁসকাকুর। ডোনাল্ড ডাককে নিয়ে আছে অনেক বই, টিভি সিরিজ, সিনেমা। সময় করে দেখে নিয়ো।