kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

যেভাবে এলো স্কুল ড্রেস

১৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযেভাবে এলো স্কুল ড্রেস

গরমের দিনে ছেলেদের জন্য নেভি ব্লু প্যান্ট, সাদা শার্ট, কালো জুতা ও সাদা মোজা আর শীতকালে এর সঙ্গে যোগ হয় নেভি ব্লু রঙের সোয়েটার; মেয়েদের জন্য নেভি ব্লু ফ্রক, সাদা সালোয়ার, সাদা শু ও মোজা, সাদা ওড়না। এ রকম স্কুল ইউনিফর্মের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। এই ইউনিফর্ম কবে থেকে চালু হয়েছে তার লিখিত কোনো দলিল আজও পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদদের মতে, আজ থেকে প্রায় ৪০০ বছর আগে ব্রিটেনের স্কুলে প্রথম ইউনিফর্মের রেওয়াজ চালু হয়। ১৫৫২ সালে ইংল্যান্ডের ক্রিস্ট হাসপাতালসংলগ্ন স্কুলে শিক্ষার্থীদের জন্য একই রকম পোশাক চালুর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। ঠিক হলো সব শিক্ষার্থীকে স্কুল থেকে নীল রঙা কোর্ট আর হাঁটু অবধি লম্বা হলুদ মোজা দেওয়া হবে। এই পোশাকেই সবাই প্রতিদিন স্কুলে আসবে। তবে ধর্মীয় প্রতিষ্ঠানে সবার জন্য একই পোশাকের চলন শুরু হয় তারও কয়েক শ বছর আগে। ইংল্যান্ডের খ্রিস্টান চার্চে ১২২২ সালে শিক্ষার্থীদের অভিন্ন পোশাক পরিধানের নিয়ম চালু করা হয়। সে সময় চার্চের আর্চবিশপ চার্চে থাকা সবাইকে আদেশ দেন এখন থেকে সবাই কাপ্পা ক্লোসা (cappa clausa) পরে চার্চে আসবে। কাপ্পা ক্লোসা বেশ লম্বা গাউনের মতো পোশাক। হ্যারি পটার দেখে থাকবে তোমরা। কাপ্পা ক্লোসা সেখানকার হোগওয়ার্টসের (Hogwarts robes) মতো অনেকটা। আমাদের দেশে স্কুল ড্রেসের চলন খুব বেশি দিনের না। তবে এখন প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব পোশাক রীতি আছে। ইংল্যান্ডে এত বছর পরও বেশির ভাগ বিদ্যালয়ে নীল কোর্ট আর হলুদ মোজার রেওয়াজ চালু আছে। ইংল্যান্ডের শিক্ষার্থীরা এসব পোশাকে বিদ্যালয়ে যেতে গর্ববোধ করে।

আল সানি