kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

আলসে বুড়ো

আবেদীন জনী

১১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআলসে বুড়ো

আলসে বুড়ো ফার্স্ট হয়েছে

পাঁচ শ মিটার দৌড়ে

সেই কথাটা বীরের মতো

বলল এসে বউরে।

 

বউ তাকাল অবাক চোখে

করল কপাল ভাঁজ

কও না আমায় কেমন করে

পারলে এমন কাজ?

 

বলল বুড়ো ঠোঁটের বাঁকে

তুলে হাসির ঢেউ

আমার সাথে প্রতিযোগী

আর ছিল না কেউ!