kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

নতুনের হালখাতা

জাহিদুল ইসলাম

১২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন আলোর রং লেগেছে

শহর নগর গ্রামে

নতুন খুশির বার্তা এলো

বৈশাখী নীল খামে।

 

প্রাণে প্রাণে লাগল দোলা

জাগল বনে সাড়া

ঢোলক বাজে মাদল বাজে

উল্লসিত পাড়া।

 

নতুন বছর এলো ফিরে

মাথায় নতুন ছাতা

পুরনোকে মুছে করো

নতুনের হালখাতা।

 

নতুন বছর নতুন করে

আনুক মনে হর্ষ

সব ভেদাভেদ ভুলে বলো

শুভ নববর্ষ।