kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

[ ছড়া ]

আলুক্ষেতের ইঁদুর

রোমানুর রোমান

১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমার বাবার আলুক্ষেতে

ইঁদুর করে গর্ত,

সিঁদুর গায়ে না মেখে সে

আলু খাবে শর্ত।

 

কিন্তু বাবা টললো না তার

ক্ষেতে থাকার শর্ততে

কারণ ইঁদুর সুযোগ পেলে

বাচ্চা দিবে গর্ততে।

 

বাচ্চাসহ তখন তারা

আলু খাবে বারো গুণ,

বাবা তো না অশিক্ষিত

জানে সে সব আড়গুণ।

 

তাই তো বাবা ইঁদুর তাড়ায়

ঠাণ্ডা মাথায় মিট করে,

খুব সহজে কাজ না হলে

লেজ ঝুলিয়ে ফিট করে।

মন্তব্য