জোনাক পোকা জমকালো
কী দেখে যে চমকালো!
দেখতে সেটা বিদঘুটে আর
গায়ের বড় লোম কালো!
গন্ধ মুখের মারকুটে
শুঁকতে গেলে দম ছুটে
ঘুটুর ঘাটুর মাটির ঢেলা
নিচ্ছে তুলে করপুটে।
বাদলা মাঠের ইঁদুর এ!
ঠোঁট হয়েছে সিঁদুরে
ঘর খুঁড়ে যে নিয়ে এলো
বউ বেটি আর দীদুরে!
জোনাক বলে, ‘দুর হ তো!
আর কেহ নেই তোর মতো।’
ইঁদুর বলে, ‘গন্ধ মাটির
ইহা আমার গর্ব তো!’
মন্তব্য