তুতু
বোকাসোকা খোকাটার
ডাক নাম তুতু
খুব নাকি খুশি হয়
দিলে কাতুকুতু।
চুপচাপ থাকে যদি
মুখ করে ভার
যেই দেবে কাতুকুতু
হেসে তোলপাড়।
ইশকুলে যেতে যদি
না চায় এ পাজি
কাতুকুতু দিলে হয়
সাথে সাথে রাজি।
খিদে পেলে খায় না সে
কী বিপদ হায়
কাতুকুতু দিলে নাকি
গপাগপ খায়!
ছড়ার ছা পড়ার ছা
একটা ছড়া ছোট্ট ছড়া
বলতে পারো ছড়ার ছা
একটা পড়া ছোট্ট পড়া
বলতে পারো পড়ার ছা।
একটা পাতা ছোট্ট পাতা
বলতে পারো পাতার ছা
একটা খাতা ছোট্ট খাতা
বলতে পারো খাতার ছা।
একটা ছাতি ছোট্ট ছাতি
বলতে পারো ছাতির ছা।
একটা হাতি ছোট্ট হাতি
সেই হাতিটা হাতির ছা
মন্তব্য