এঁকেছে উম্মে হাবিবা। সে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী
একদিন গাঁয়ে যাবো সারাদিন ঘুরবো
সারাদিন নীলাকাশে ঘুড়ি হয়ে উড়বো।
ফড়িঙের দলে ভীড়ে ঘাসে ঘাসে ছুুটবো
কলমির ফুল হয়ে হাসি মুখে ফুটবো।
একদিন গাঁয়ে যাবো কৃষকের উঠোনে
চাষি ভাই বলবেন—একমুঠো ধান নে।
ধান নিয়ে ঘ্রাণ নিয়ে আঙিনায় ছড়াবো
ধান ঝরা বিছালি পায়ে পায়ে জড়াবো।
একদিন গাঁয়ে যাবো কানাবগি বিলটায়
ছিপ নিয়ে বসে রবো কৈ মারা ঝিলটায়।
ধনে বোনা জমিনের পাশ দিয়ে হাঁটবো
ঘামে ভেজা দেহ নিয়ে সাঁতারও কাটবো।
একদিন গাঁয়ে যাবো ধুলো কাদা মাখবো
সেই মাটি শরীরের সাথে করে রাখবো।
মহিষের গাড়িটায় ঝুল ঝুল খেলবো
ছোটকালে ফিরে যাবো সব ছুড়ে ফেলবো।
মন্তব্য