এক দেশে ছিলেন এক রাজা। তিনি ছিলেন খুবই দয়ালু। তিনি বৃষ্টির উৎসব করতেন। সব প্রজাকে সেই উৎসবে ডাকতেন এবং খিচুড়ি, চাল ভাজা আর বাদাম ভাজা খাওয়াতেন। উৎসবের শেষে মহান রাজা তাঁর প্রজাদের একটি করে ছাতা উপহার দিতেন। রাজা রাজ্যের প্রজাদের খুব ভালোবাসতেন। প্রজারাও রাজাকে অনেক ভালোবাসত। তাই সে রাজ্যকে বলা হতো খুশির রাজ্য। সে রাজ্যে সবাই খুব সুখে থাকত।
মন্তব্য