সিংহ রাজা হঠাৎ করে খাদেতে যায় পড়ে,
আঘাত পেয়ে কাবু রাজা যাবে বুঝি মরে।
যোগ্য দেখে নতুন রাজা খুঁজে পাওয়ার আশায়,
বনের পশু সবাই মিলে গোপন সভা বসায়।
হাতি বলে সবার থেকে আমার দেহ বড়,
আকার দেখে তোমরা তো তাই আমায় রাজা করো।
বাঘ, সে বলে দেখো আমার শক্তিশালী পেশি,
রাজা হওয়ার অধিকার তাই আমি বাঘের বেশি।
শেয়াল বলে নতুন বুদ্ধি আমার মাথায় ঘোরে,
বনের দায়িত্ব সব ভুলে দিয়ো তোমরা মোরে।
জিরাফ বলে মাথা আমার সবার থেকে উঁচু,
রাজা হওয়ার অধিকার আমারও আছে কিছু।
এমন করে সব পশু চায় যে রাজা হতে,
সিংহ রাজা আঘাত পেয়ে পড়েছিল খাদে।
রেগে গিয়ে সিংহ রাজা উঠল খাদ থেকে,
বলল এবার কাঁদবে সবাই তোদের মরণ দেখে।
কেঁদে কেঁদে সবাই বলে, ‘ভুল হয়েছে রাজা,
ক্ষমা করুন রাজা মশাই দিয়েন নাগো সাজা।’
সবার মনের চাওয়াগুলো থাকল হয়ে বোঝা,
আগের মতোই সিংহ মশাই আবার হলেন রাজা।
মন্তব্য