kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

ইমরান পরশের দুটি ছড়া

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইমরান পরশের দুটি ছড়া

পানের বাটা

উজান গাঙে নাও বেঁধেছি

পুবাল বায়ু বয়

মনমাঝি তুই বৈঠা চালা

কিসের আবার ভয়?

 

ইতল বিতল চিতল মাছের

গাও ভরা তার কাঁটা

দাদির হাতে মাটির বাসন

নামটি পানের বাটা

 

আকন বাকন

ভেন্না পাতার ছাউনি দিছে

নড়বড়িয়ে ওঠে

সরষে ক্ষেতে কাকতাড়ুয়া

হলদে বরণ ফোটে

 

আকন বাকন পানতাড়ুয়া

পানের খিলি মুখে

পানের বাটায় মরিচ রাখা

দাদুর কাঁদন দুঃখে।

মন্তব্যসাতদিনের সেরা