kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

[ আ ম রা তো মা দে র ই লো ক ]

রবি-শফি দুই ভাই

হাতিরঝিল এলাকায় পানি বিক্রি করে। পিন্টু রঞ্জন অর্কের সঙ্গে দেখা হয়েছিল গুলশান ২-এর লেকের পারে

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরবি-শফি দুই ভাই

কেমন আছ?

 

ভালা আছি।

 

তোমাদের মধ্যে কে বড়?

রবিউল : আমি। আমার বয়স ১০ বছর। আর ও আমার

ছোডো ভাই। ওর বয়স আট বছর।

 

ঢাকায় আইছ কবে?

শফিউল : দুই বছরের কম অইব।

 

আগে কই আছিলা?

রবিউল : আমাগো বাড়ি আগে আছিল যশোর। ওই সময় আমাগো মটরসাইকেল আছিল। বাড়িঘর সব আছিল। এহন নাই।

 

কেন?

রবিউল : আব্বু গেরামে ধারকর্জ করছিল। পরে সব থুইয়া ঢাকায় চইলা আইছে।

শফিউল : আব্বু আগে রিশকা চালাইত ঢাকায় আইসা। একদিন অ্যাকসিডেন্ট করছে। দুই হাত ভাঙা। এহন আর চালাইতে পারে না।

 

এখন কই থাকো?

শফিউল : নিকেতনের ওয়ালভাঙা আছে না, ওই যে বটতলা কয়, হেই জায়গায় আমাগো বাসা।

 

পানি বিক্রি করতেছ কয় দিন হইল?

রবিউল : বেশি দিন না। আইজকা এক কেস পানি

আনছি। নয়ডা বেচছি। এহনো ১৫টা আছে।

 

তোমরা কী খাইতে পছন্দ করো?

রবিউল : আমরা দুই ভাই চিংড়ি মাছ খাইতে পছন্দ করি। বড় বড় চিংড়ি মাছ মা লাউ দিয়া রান্দে। খুব স্বাদ লাগে।

শফিউল : আগে আব্বু টিনেরমিনের চকলেটমকলেট আনত। এহন আনতে পারে না। হাত ভাঙা তো।

 

জামা, না টি-শার্ট কোনটা ভালো লাগে?

শফিউল : আমার জামা ভালা লাগে। আমার প্যান্ট অইতে অইব সালমান শার মতো। কাডা কাডা মোস্তানের মতন দেখা যাইব।

 

কোন খেলনা পছন্দ করো?

রবিউল : রিমোট কন্টোল বড় বড় বাস-টেরাক। ওডি দিয়া খেলতে ভালা লাগে। ওগুলা ছাড়া আমি খেলি না। 

শফিউল : ছোডো ছোডে গাড়ি আছে না, টান দিলে আপনাআপনি ম্যালা দূর চইলা যায়, হেই গাড়িগুলা পাইলে ভালা অইত।

 

বড় হয়ে কী হতে চাও?

শফিউল : বড় অইলে আমি হুজুর অইতে চাই।

রবিউল : আমি পড়ালেহা করতে চাই ইস্কুলে। পরে ইস্কুলের স্যার অইতে চাই।

মন্তব্যসাতদিনের সেরা