kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

তো মা দে র উ ত্ত র

তোমাদের প্রিয় ঋতু কোনটি?

১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতিনটি কারণ জানাও

বরাবরই বর্ষাকালের প্রতি আমার তীব্র আকর্ষণ। হয়তো বৃষ্টিভেজা এক সকালে আমার জন্ম বলেই বর্ষা আমার প্রিয় ঋতু। টিনের চালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শব্দ যেন মধুর সুরের সমাহার। আর শৈশবের সেই বৃষ্টিভেজার দিনগুলোর কথা মনে পড়লে আবার ফিরে যেতে মন চায়। বৃষ্টির পানিতে যে কত্ত কাগজের নৌকা ভাসিয়েছি! স্কুল থেকে ফেরার সময় বৃষ্টি শুরু হলে আনন্দে ভিজতে ভিজতে বাড়ি ফিরেছি। ছোটবেলায় দাদুর বাসায় কদম ফুল নিয়ে খেলেছি! তাই বর্ষার এক সর্বনাশী রূপ থাকা সত্ত্বেও বর্ষা আমার প্রিয় ঋতু।

 

জারীন মাহজাবীন, নবম শ্রেণি

সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী

 

আমার প্রিয় ঋতু শীত। শীতকালে অনেক পিঠাপুলি পাওয়া যায়। আমি পিঠা খেতে পছন্দ করি। শীতের সময় আমার বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায়। তখন বেড়াতে যেতে পারি। এ ছাড়া শীতের সময় পোকামাকড় থাকে না। আমি পোকামাকড় অপছন্দ করি।

 

মাদিহা নানজিবা, ষষ্ঠ শ্রেণি, শাখা : ঘ

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ

 

আমার প্রিয় ঋতু শরৎকাল। কেননা শরতে নীল আকাশে সাদা মেঘ পেঁজা তুলার মতো ভেসে বেড়ায়। নদীর তীর কাশফুলে ছেয়ে যায়। শিউলি ফুল ফোটে। ভোরবেলা শিউলি ফুল কুড়িয়ে মালা গাঁথার মজাই আলাদা।

 

রাকিকা শাহলা জাইমা, চতুর্থ শ্রেণি

এসওএস হারম্যান মেইনার কলেজ, ঢাকা 

 

আমার প্রিয় ঋতু শরৎকাল। শরতের আকাশে সাদা মেঘের ভেলা আমায় মুগ্ধ করে। শরতের কাশফুলের দোলা অপূর্ব লাগে। শরতের শিউলি ফুলের গন্ধ আমার অতি প্রিয়।

 

শাহরিয়ার আহমেদ, অষ্টম শ্রেণি

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা

 

এবারের প্রশ্ন

 

স্কুল ছুটির এই সময়ে কোনো বন্ধুকে মিস করছ? কেন?

 

ঠিকানা

টুনটুন টিনটিন, ফিচার বিভাগ, কালের কণ্ঠ, ৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯

 

ই-মেইল : [email protected]

 

উত্তর পাঠাও ২৩ অক্টোবর শুক্রবারের মধ্যে

মন্তব্য