kalerkantho

সোমবার । ১৭ ফেব্রুয়ারি ২০২০। ৪ ফাল্গুন ১৪২৬। ২২ জমাদিউস সানি ১৪৪১

ছড়া

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছড়া

অঙ্কন : মাসুম

আমার আছে

আলী হাবিব

 

আমার আছে

আকাশ নীল, হাওর-ঝিল

বাঁওড়-বিল।

 

আমার আছে

গাঁয়ের হাট, নদীর ঘাট

সবুজ মাঠ।

 

আমার আছে

নৌকো-পাল, ছোট্ট খাল

খেপলা জাল।

 

আমার আছে

সূর্য উপুড়, অলস দুপুর

পাতার নূপুর।

 

আমার আছে

আশার মাস, ভাষার মাস

ফেব্রুয়ারি।

একুশ নিয়ে বুকে আমার

গর্ব ভারি।

মন্তব্যসাতদিনের সেরা