kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

ছড়া

ভুলমন্ত্র

ধ্রুব নীল

৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভুলমন্ত্র

চীনা জাদুকর যে আমি, নাম ছিল উং চ্যাং

ওলটপালট ভুল মন্ত্রে হয়ে গেছি ব্যাঙ

 

কে জানত! মন্ত্রটাও

ছিল মেড ইন চায়না

আমার ম্যাজিক শো আর এখন

দেখতে কেউ চায় না।

 

কী আর করা, হ্যাটটা হাতে তোমার দেশেই এলাম

ভুলেভরা জাদুটোনার দশখানা বই পেলাম

ভুলমন্ত্রের জাদুটাদু দেখবে বলো কে আজ?

আম, আপেল আর কাঁঠালটাকে বানিয়ে দেব পেঁয়াজ।

 

ছবিটি এঁকেছে আবিয়াত তুহ্‌রা পৃথা। সে ফেনী সরকারি প্রাথমিক বালিকা

উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।

 

মন্তব্যসাতদিনের সেরা