kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

অদ্ভুত

বিড়ালের মই

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিড়ালের মই

বিড়াল কোনো কিছু বেয়ে উঠতে পছন্দ করে, তবে এখনকার উঁচু উঁচু সব দালানকোঠায় সিঁড়ি ছাড়া ওঠা তাদের জন্য একটু মুশকিল। এ ক্ষেত্রে মানুষের একটু সাহায্য পেলে বরাত খুলে যায় তাদের। সুইজারল্যান্ডের শহর বার্নের কথা ধরো। সেখানকার বিড়াল মালিকরা তাঁদের পোষা প্রাণীদের বড্ড ভালোবাসেন। গোটা শহরের বাড়িগুলোতে বিড়াল বেয়ে ওঠার উপযোগী নানা ধরনের কাঠামো চোখে পড়ে। দেখতে অনেকটা আগুন লাগলে জরুরি নামার যে ব্যবস্থা অনেকটা এর মতো। তবে আরো খাড়া। সাধারণত ফ্ল্যাটগুলোর জানালা বা ব্যালকনি থেকে নিচের রাস্তার দিকে নেমে গিয়েছে এসব পথ। তবে চলো দেখে নেওয়া যাক এমন কিছু বিড়াল চলাচলের মই।

  ► তুষার ইশতিয়াক

মন্তব্যসাতদিনের সেরা