হুটো কয়, পুটি
আমি খাব তরমুজ
তুই খাবি ফুটি।
পুটি বলে, হুটো
তুই খাবি অর্ধেক
আমি খাব দুটো।
হুটো ডাকে, পুটি
চল ভাজি শিমবিচি
হেঁসেলেতে জুটি।
পুটি কয়, হুটো
আমি নেব কোঁচা ভরে
তুই আধামুঠো।
হুটো বলে, পুটি
চটপটিওলা যায়
সেই দিকে ছুটি।
পুটি বলে, হুটো
আমি খাব ভরা থাল
তোর থালা ফুটো।
হুটো আর পুটি
শুধু খুনসুটি
খাওয়া নিয়ে রোজ রোজ
করে হুটোপুটি!
মন্তব্য