kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

মজার বিজ্ঞান

বালুর নিচে ডিম

তুষার ইশতিয়াক   

৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবালুর নিচে ডিম

বেশির ভাগ পাখি শরীরের উষ্ণতার সাহায্যে তা দিয়ে ডিম ফোটায়। কিন্তু মেগাপড পাখিরা মাটিতে গর্ত খুঁড়ে প্রাকৃতিক উষ্ণতা ব্যবহার করে ডিম ফোটায়। মুরগির আকারের এই পাখির শরীর বেশ ভারী। কখনো কখনো আগুনে তেতে থাকা বালুর মধ্যে গর্ত করে ডিম রাখে ওরা। কখনো আবার প্রাকৃতিকভাবে তাপের উত্স আছে এমন জায়গার কাছে মাটি খুঁড়ে ডিম রাখে। কখনো আবার বিশাল ঢিবির মতো তৈরি করে ডিম ফোটানোর জন্য। এতে জৈব নানা জিনিস, যেমন পাতা জড়ো করে রাখে। এগুলো পচে যে তাপ তৈরি হয়, তাতেই ডিম ফোটে। প্রশান্ত মহাসাগরের সাভো দ্বীপে এই পাখিদের বেশ বড় এগ ফিল্ডের খোঁজ পাওয়া গেছে। সেখানে তিন কি চার ফুট গভীরে ডিম রাখে এরা ফোটার জন্য। মানুষ আবার এগুলো খুঁজে বের করে নিয়ে খায়। পাপুয়া নিউগিনির মাতুপি আর সলোমন দ্বীপপুঞ্জের সাভো আর সিম্বো দ্বীপের লোকের খাওয়া আর অর্থ রোজগার দুই-ই হয় এই ডিম দিয়ে।

মন্তব্যসাতদিনের সেরা