kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

ছড়া

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

বাশার মাহফুজ

২ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাপুর টুপুর বৃষ্টি পড়ে

অঙ্কন : জামিল

কলম নিয়ে বসল ফড়িং লিখবে ছড়া খাতা নেই

টাপুর টুপুর বৃষ্টি পড়ে ব্যাঙের মাথায় ছাতা নেই।

ব্যাঙ চলেছে মনের সুখে কোথায় যাবে জানা নেই

আকাশটাকে ভাবতে খাতা ফড়িং মিয়ার মানা নেই!

 

ফড়িং এলো খোকার রুমে খোকা তখন জানালায়

টাপুর টুপুর বৃষ্টি পড়ে আকাশ ঢাকার থালা নাই।

ব্যাঙে ডাকে ঘ্যাঙর ঘাঙর ইশকুলে তার পাঠ নাই

বৃষ্টি মেখে খেলবে খোকা কিন্তু খেলার মাঠ নাই!

 

মেঘে ডাকে গুড়ুম গুড়ুম ফড়িং থাকে চুপ যে

বৃষ্টি মেখে মিষ্টি ব্যাঙে লাফায় ঝাঁপায় খুব যে।

ছড়া তবু বুকের ভেতর ফুলের মতো ফুটতে চায়

ছড়ার মজা ভারি মজা ফড়িং মিয়া লুটতে চায়।

 

বন্ধু ফড়িং বন্ধু ব্যাঙে খোকার মনে দোল দেয়

বৃষ্টি মেখে মিষ্টি সুখে দাদরা তালে বোল দেয়।

 

মন্তব্যসাতদিনের সেরা