kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

ছড়া

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছড়া

অঙ্কন : মাসুম

নূর ভাই

 

রকিবুল ইসলাম

 

নূর নূর নূর ভাই

যাবে কত দূর, ভাই

কণ্ঠে কী সুর, ভাই

নূর নূর নূর ভাই।

 

হেসে বলে নূর ভাই—

যাব চাঁদপুর, ভাই

নিতে হলো তাই কিছু

ঝাল চানাচুর, ভাই।

 

নূর নূর নূর ভাই

থাকো নাকি দূর, ভাই

আছে নাকি সেইখানে

খেজুরের গুড়, ভাই!

 

হেসে বলে নূর ভাই—

কী যে কন, দূর ভাই

রঙে আর তামাশায়

থাকি রংপুর, ভাই।

 

 

 

 

লাটাই-ঘুড়ি

আহমেদ সাব্বির

 

লাটাই এবং ঘুড়ি

চিরকালের জুড়ি

এক জুড়িতে লাল শৈশব

স্বপ্ন হামাগুড়ি।

 

লাটাই সুতো ছাড়ে

ঘুড়ির আবেগ বাড়ে

মেঘ ছুঁয়ে সে ডিগবাজি খায়

নীল আকাশের পাড়ে।

 

বাতাস দিল ধাক্কা

বলল—ঘুড়ি পাক খা

রঙিন লেজে উঠল বেজে

ছন্দ ঝাকানাক্কা।

 

খেয়ে মেঘের গুঁতো

সন্ধ্যা আবির্ভূত

ঘুড়ি বলে—ওরে লাটাই

জলদি গুটা সুতো।

 

 

 

 

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা