kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

হুতোমের পাঠশালা

কুকুর কাণ্ড

১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুকুর কাণ্ড

কুকুরের গন্ধ পাওয়ার ক্ষমতা মানুষের চেয়ে দশ হাজার থেকে এক লাখ গুণ শক্তিশালী।

 

বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো কুকুরের রং পাল্টে যায়। যেমন ডালমাশিয়ান। এরা জন্মের সময় থাকে সাদা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে গায়ে কালো ফোঁটা তৈরি হয়।

অন্য সব কুকুর ঘেউঘেউ করলেও বাসেনজিরা করে না। এই জাতের কুকুরদের পাবে আফ্রিকায়।

ঘুমের মধ্যে শরীরের নড়াচড়া বা কেঁপে ওঠা দেখে ধারণা করা হয় কুকুর স্বপ্ন দেখে।

কুকুররা কুণ্ডলী পাকিয়ে ঘুমায় শরীর উষ্ণ রাখতে এবং নিজেদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে।

‘রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস’ অর্থ প্রচুর বৃষ্টিপাত। সতেরো শতকে প্রবাদটির উদ্ভব হয় ইংল্যান্ডে। ধারণা করা হয়, ওই সময় প্রবল বৃষ্টিপাতে অনেক বিড়াল আর কুকুর ডুবে মারা যায়।

 

 

মন্তব্য