ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি মাসটি বড় অন্য রকম মাস,
জাগায় যেমন স্বপ্ন-আবেগ, জাগায় ভাব-উচ্ছ্বাস,
শোকের মতো শিশির ঝরে
অনেক স্মৃতি মনে পড়ে
মনে পড়ে বন্দি ছিলাম, ছিলাম ক্রীতদাস,
এমন দিনে পেয়েছিলাম সূর্যের নির্যাস।
ফেব্রুয়ারি বুকের ভেতর কাঁপন তোলা মাস,
রোদের কণা গায়ে মেখে
রক্তের আলপনা এঁকে
শহীদ মিনার হয়েই যেন ছুঁয়েছে আকাশ,
ভাষার গানে সুদূর পানে উড়ন্ত রাজহাঁস।
ফেব্রুয়ারি হার না-মানা দুরন্ত এক মাস,
পথ হারানো পথের রেখা
মরতে মরতে বাঁচতে শেখা
পাথর ঠেলে গজিয়ে ওঠা দীপ্ত দূর্বাঘাস,
বুকজুড়ে তার গোলাপ বেলির মনকাড়া সুবাস।
ফেব্রুয়ারি সেই অনন্ত প্রাণবন্ত মাস,
আজ শুধু সে শোকগাথা নয়
তাকে ঘিরেই বইমেলা হয়
এখন সে এক মহাপ্রাণের অনন্য-উল্লাস,
ফেব্রুয়ারি করুণ-রঙিন কোমল কঠিন মাস।
নয়নতারা
একটি দুটি তিনটি চারা
এক টবে তিন নয়নতারা
ফুল ফোটানোর ভীষণ তাড়া
তাই চলে রোজ জলের ধারা
কদিন যেতেই ডালপালারা
লাফিয়ে যেন পাগলপারা
তারপরে দেয় মিষ্টি সাড়া
কা-টা নয় সৃষ্টি ছাড়া
লাল-বেগুনির কী ইশারা
পাতার ফাঁকে ওসব কারা
আকাশ থেকে নামছে তারা?
ফুলকলিদের কড়া নাড়া!
ফুলের শোভায় মাতল পাড়া
টবের মালিক আত্মহারা।
শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার ২০১৫ পেয়েছেন সুজন বড়ুয়া
মন্তব্য