kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

হোমপড মিনি

১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহোমপড মিনি

স্মার্ট স্পিকার হোমপডের একটি ছোট ও স্বল্পমূল্যের সংস্করণ ঘোষণা করেছে অ্যাপল। মূল হোমপডের প্রায় সব এবং কিছু বাড়তি ফিচার নিয়ে তৈরি স্পিকারটি দেখতে একটি বড়সড় বলের মতো। গোলাকৃতির স্পিকারটির ওপরে ও নিচে কিছু অংশ কেটে সমতল পিঠে তৈরি করা হয়েছে। নিচের পিঠে আছে বেজ বাড়ানোর জন্য একটি অডিও কোন বা বেজ পোর্ট। শুধু নিচে বেজ পোর্টই নয়, স্পিকারটির চারপাশেও বেশ কিছু বেজ রেডিয়েটর দেওয়া হয়েছে, যাতে গানের গভীর শব্দগুলো ভরাট হয়ে কানে আসে। সাউন্ডের মান আরো বাড়ানোর জন্য স্পিকারটিতে থাকছে এস৫ প্রসেসর, যা প্লে করা গানের সাউন্ড ফ্রিকোয়েন্সি শনাক্ত করে স্পিকারের টিউনিং পর্যন্ত বদলে দেবে। ওপরের পিঠে টাচ কন্ট্রোল এবং সিরির অ্যাক্টিভেশন লাইট দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ হোমপডের মতো ‘হোমপড মিনি’তেও আছে সিরির প্রায় সব ফিচার, শুধু ‘হেই, সিরি’ বলার মাধ্যমেই হোমপড মিনির সঙ্গে কথোপকথন শুরু করা যাবে। সাধারণ জিজ্ঞাসা থেকে শুরু করে অ্যালার্ম সেট করা বা আইফোন খুঁজে বের করার কাজও করতে পারবে এই হোমপড মিনি। সব শেষে যেসব আইফোনে ইউ১ চিপ দেওয়া আছে, সেগুলো হোমপডের কাছে আনলেই সেটাতে গান চালানোর অপশন ডিসপ্লেতে চলে আসবে মেন্যু বা সেটিংস থেকে সংযুক্ত করার ঝামেলা ছাড়াই।

মন্তব্যসাতদিনের সেরা