এখন তো বক্স অফিস ভাঙা বেশির ভাগ সিনেমাই মার্ভেল স্টুডিওজের। শুধু কমিকস বা সিনেমা নয়, গেমিং দুনিয়াও দাপিয়ে বেড়াচ্ছে সে দুনিয়ার সব হিরো। বিশেষ করে, মার্ভেল সিনেমার বাইরেও যেসব হিরো কমিকসে পাঠকদের মন মাতিয়েছে, তাদের নিয়েও খেলা যাবে ‘মার্ভেল ফিউচার ফাইট’ গেম। এটি অ্যাকশন আরপিজি ঘরানার গেম।
গেম
মার্ভেল হিরোদের লড়াই
মোহাম্মদ তাহমিদ

পুরো বিশ্বকে রক্ষা করার সংস্থা শিল্ডের পরিচালক নিক ফিউরি গেমারকে ভবিষ্যৎ থেকে একটি বার্তা পাঠাবে।
মূল মিশনের পাশাপাশি আরো অনেক ছোটখাটো ঘটনা নিয়েও খেলতে হবে সাইড কোয়েস্ট।
শুধু সিঙ্গল প্লেয়ার নয়, মাল্টিপ্লেয়ারেও গেমটি খেলা যাবে। বন্ধুরা মিলে দল তৈরি করে অন্য দলের সঙ্গে লড়াই করা যাবে বা একে অন্যের শক্তিশালী চরিত্র ধার করে কঠিন মিশন শেষ করতে পারবেন।
চিরচেনা হিরোদের নিয়ে গেমটি তৈরি করা হলেও কাহিনি কিন্তু পুরোপুরি নতুন। সাধারণত মোবাইল গেমের ক্ষেত্রে কাহিনির দিকে তেমন নজর না দেওয়া হলেও গেমটি কিন্তু ব্যতিক্রম। আর প্রতিনিয়ত নতুন আপডেটের সঙ্গে যোগ হচ্ছে নতুন সব মিশন, যার মাধ্যমে উঠে আসছে নতুন সব গল্প আর চরিত্র।
গ্রাফিকসে গেমটি এগিয়ে আছে। তবে ফ্রিমিয়াম গেম হওয়ায় প্রায় সময়ই গেমারকে নানা রকম কুলডাউনের মুখে পড়ে অপেক্ষা করতে হবে। গেমটি শুধু কিশোর বয়সীদের জন্য।
খেলতে যা যা লাগবে
অন্তত ২ গিগাবাইট র্যাম
অক্টাকোর প্রসেসর
অ্যানড্রয়েড ৪.১ জেলিবিন
ডাউনলোড লিংক
https://urlzs.com/9LAe6 [অ্যানড্রয়েড]
https://apps.apple.com/us/app/marvel-future-fight/id955705796 [আইওএস]
সম্পর্কিত খবর