kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

মোবাইল গেইম

নতুন মোবাইল গেইম ‘প্যালাডিনস স্ট্রাইক’

তুসিন আহমেদ   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন মোবাইল গেইম ‘প্যালাডিনস স্ট্রাইক’

পিসিতে জনপ্রিয় গেইম প্যালাডিনসের মোবাইল সংস্করণ এলো এবার। মূল গেইমের সব চরিত্র মোবাইল সংস্করণেও রয়েছে।

মূল গেইমে ‘মোড সিজ’ ছাড়াও আছে ‘সামুনস মোড’, যেখানে দুটি পক্ষকেই দেওয়া হবে বেশ কিছু লক্ষ্য। এগুলো শেষ করে তবেই ম্যাচ জেতা যাবে।

শুধু মারামারি করতে চাইলে আছে ‘ডেথম্যাচ মোড’।

গেইমটির গ্রাফিকস ভালো মানের। তাই খেলতে বেশি র‌্যাম ও প্রসেসরের স্মার্টফোন লাগবে। ভালো মানের ইন্টারনেট সংযোগ থাকাও গুরুত্বপূর্ণ। গেইমটি খেলা যাবে সম্পূর্ণ বিনা মূল্যে। তবে কিছু বিশেষ চরিত্র নিয়ে খেলতে বা সেই চরিত্রগুলোর জন্য সরঞ্জাম কিনতে ‘ইন-অ্যাপ পারচেইস’ করতে হবে। নির্মাতা প্রতিষ্ঠান হাই-রেজ স্টুডিওর আশা—মোবাইল ইস্পোর্টস গেইমে সেরার তালিকায় জায়গা পাবে প্যালাডিনস স্ট্রাইক।

খেলতে লাগবে: অন্তত ২ গিগাবাইট র‌্যাম, ২ গিগাবাইট স্টোরেজ, কোয়াডকোর প্রসেসর আর অ্যাড্রিনো ৪০০ বা মালি টি৭০০ সিরিজের জিপিউ। সঙ্গে থাকতে হবে ইন্টারনেটের সংযোগ।

ডাউনলোড লিংক: https://play.google.com/ store/apps/details?id =com.djwl.PLD3 &hl=bn 

মন্তব্যসাতদিনের সেরা