সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
টেলিকম ডেস্ক
মোবাইলের অনেক ফাইল ক্যাশ স্টোরেজ বা র্যাম দখল করে রাখে। এতে ফোনের গতি কমে যায়। এ ধরনের ফাইল খুঁজে খুঁজে ডিলিট করা সময়সাপেক্ষ। তবে ফোনে যদি ‘ক্যাশ ক্লিনার প্রো’ অ্যাপ ইনস্টল করা থাকে, তাহলে কাজটি সহজ হয়ে যায়। অ্যাপটির মাধ্যমে এক ক্লিকেই ক্যাশ ফাইল মুছে ফেলা যায়।
অ্যাপটির সুবিধা
► ফোনে অব্যবহৃত ফাইল, ক্যাশ ক্লিন ও রিশিডিউল ফাইল ডিলিট করে ফোনের স্টোরেজ খালি করে রাখে।
► এটি রুট ছাড়া ডিভাইসেও ব্যবহার করা যায়।
► স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি ক্যাশ ক্লিন করে। তাই বারবার অ্যাপটি চালু করতে হবে না। automate থেকে স্বয়ংক্রিয়ভাবে ক্যাশ ক্লিন ফিচারটি চালু করে নিতে হবে।
► ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপটি ব্যবহার করা যাবে।
► নোটিফিকেশন সুবিধা আছে। কত সময় পরে ক্যাশ ক্লিন করতে হবে তা নির্ধারণ করে দিলে নির্দিষ্ট সময় নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে অ্যাপটি।
৪.৫ রেটিং পাওয়া অ্যাপটি ৫০ হাজারের বেশিবার ডাউনলোড হয়েছে।
ডাউনলোড ঠিকানা : https://play.google.com/ store/apps/details? id=com.atejapps. appflush&hl=en
মন্তব্য