kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

কিশোর বয়সীদের মেসেজ করতে দেবে না ফেসবুক ও ইনস্টাগ্রাম

টেক প্রতিদিন ডেস্ক   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোর বয়সীদের মেসেজ করতে দেবে না ফেসবুক ও ইনস্টাগ্রাম

কিশোর বয়সীদের জন্য নতুন প্রাইভেসি আপডেট এনেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটা জানিয়েছে, নতুন প্রাইভেসি ফিচার কিশোর বয়সীদের নিরাপত্তা দেবে। এখন থেকে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললে ‘বাই ডিফল্ট’ প্রাইভেসি সেটিংস ঠিক করা থাকবে। কারা তাদের ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে, কারা তাদের ফলো করা ব্যক্তি, পেজের লিস্ট দেখতে পারবে, প্রফাইলে ট্যাগ করতে পারবে—এগুলো আগেভাগেই নির্ধারণ করে দেবে মেটা।

বিজ্ঞাপন

এ ছাড়া ‘পিপল ইউ মে নো রিকমেন্ডেশনস’-এ কিশোর বয়সী কারো প্রফাইল সাজেশনে না দেখানো এবং কিশোর বয়সীদের প্রফাইলে মেসেজ বাটন না রাখার ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর কথা জানিয়েছে তারা। অর্থাৎ ফ্রেন্ড লিস্টের বাইরের কেউ মেসেজ বাটন দেখতে পাবে না।

ফেসবুক ও ইনস্টাগ্রামে কিশোর বয়সীরা অনেক বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়। এক গবেষণায় দেখা গেছে, সাইবার বুলিংয়ের ৮৭ শতাংশই সংঘটিত হয় ফেসবুকে। তাই নতুন প্রাইভেসি ফিচার যোগ করে কিশোর বয়সীদের নিরাপদ রাখতে চাইছে মেটা।    

 সূত্র : ইন্ডিয়া টুডেসাতদিনের সেরা