kalerkantho

সোমবার । ২৮ নভেম্বর ২০২২ । ১৩ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে বিজ্ঞাপন বাড়াচ্ছে মেটা

টেক প্রতিদিন ডেস্ক   

৬ অক্টোবর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআয় বাড়াতে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে বিজ্ঞাপন দেখানোর ঘোষণা দিয়েছে মেটা। ইনস্টাগ্রাম রিলসে চালু হচ্ছে ‘পোস্ট লুপ ভিডিও অ্যাড ফরম্যাট’। এতে কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। কনটেন্ট ক্রিয়েটররা ইনস্টাগ্রাম রিলসের মাঝখানে স্পন্সরদের বিজ্ঞাপন চালাতে পারবে।

বিজ্ঞাপন

চার থেকে ১০ সেকেন্ডব্যাপী এসব অ্যাড চাইলে স্কিপ করা যাবে। রিল ভিডিও শেষ হওয়ার আগ মুহূর্তে এই বিজ্ঞাপন দেখানো হবে। বিজ্ঞাপন শেষে ভিডিওটি আবার চালু হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মেটা। তাদের আশা, নতুন এই নিয়ম কনটেন্ট ক্রিয়েটরদের অর্থ আয় করতে আরো প্রলুব্ধ করবে। এ ছাড়া মেটা জানায়, মেসেঞ্জারে বিজ্ঞাপন দেখানোর সুবিধার্থে যুক্ত হচ্ছে নতুন টুল। এই টুল মেশিন লার্নিং সফটওয়্যার করে সম্ভাব্য ক্রেতার কাছে বিজ্ঞাপন হাজির করবে। পৃথক এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রামের এক্সপ্লোর পেজে কিভাবে বিজ্ঞাপন দেখাতে হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়।

 সূত্র : সিএনবিসিসাতদিনের সেরা